টলিপাড়ার একসময়ের হিট জুটি জিৎ-স্বস্তিকা।
পর্দার বাইরেও তাদের রসায়নের কথা কারও অজানা নয়। দীর্ঘ ছয় বছর সম্পর্কের পর বিচ্ছেদ হয় তাদের। জিতের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ নিয়ে স্বস্তিকা বলেন, আজও আমার মেয়ে জিতের পক্ষ নিয়েই কথা বলে। এখনো আমার ওপর রেগে গিয়ে বলে তোমারই দোষ ছিল। আমি কখনো ক্ষমা করবো না তোমাকে।