তারকাদের ভক্তরা অনুসরণ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বিশ্বে এমনও কিছু তারকা আছেন যাদের ভক্তদের পাশাপাশি তারকারও অনুসরণ করে থাকেন। তেমনই দুই বাংলার জনপ্রিয় গ্লামারস নায়িকা নুসরাত ফারিয়া ফেসবুকে অনুসরণ করেন মার্কিন দুই তারকা মডেল কিম কার্দাশিয়ান ও কাইলি জেনারকে। বহুগুণে গুণান্বিত এই নায়িকার ফেসবুক ঘেঁটে এমনটাই জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত ফারিয়া ব্যাপক জনপ্রিয়। শুধু ফেসবুক পেজেই তাকে অনুসরণ করে ৭০ লাখের বেশি ভক্ত। এ ছাড়া তার প্রোফাইলে আছে আরও ৫ লাখের বেশি অনুসারী। আর ইনস্টাগ্রামে আছে তার ৪০ লাখের বেশি অনুসারী। কিন্ত তিনি তার ফেসবুক পেজ থেকে ফলো করেন তিনটি পেজ। যার মধ্যে আছে একটি বিউটি পেজ এবং কিম কার্দাশিয়ান, কাইলি জেনারের পেজ, যা অনেক দিন ধরেই করে আসছেন এই নায়িকা।