বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল এর জমকালো চূড়ান্ত আসরে পারফর্ম করেন অভিনেত্রী ও মডেল তানজিন তিশা। শুক্রবার সন্ধ্যা ৬টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স ফাইনালে মুখোমুখি হয়; ম্যাচের শুরুতে নাচের পারফর্ম করেন তানজিন তিশা।
পারফরম্যান্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দর্শকদের উচ্ছ্বাস ও নিজের ইচ্ছার কথা জানান তানজিন তিশা।
তিশা বলেন, বিপিএল-এর ওপেনিংয়ে সিলেটের অডিয়েন্স থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা ছিল এক কথায় অসাধারণ। এত বছর ধরে কাজ করে আমি আসলে কী অর্জন করেছি, তা এখানে এসে বুঝতে পেরেছি। হাজার হাজার মানুষের চিৎকার আর উদ্দীপনা তো আর মিথ্যা হতে পারে না। এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।
পারফরম্যান্সের পেছনের সংগ্রামের কথা উল্লেখ করে তানজিন তিশা বলেন, আজকেও আমি অনেক অসুস্থ। আমার হাতে ফ্র্যাকচার রয়েছে এবং গায়ে অনেক জ্বর ছিল। কিন্তু এত কিছুর পরেও আমি কোনোভাবেই বিপিএল-এর এই শো মিস করতে চাইনি।
উল্লেখ্য, বিপিএল এর দ্বাদশ আসরের এই ফাইনাল ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি আনা হয়। দুই পাশে দুই দলের অধিনায়ক দাঁড়িয়ে ফটোসেশন করেন। তারপর রঙিন ফিতা উড়িয়ে বরণ করে নেওয়া হয় সেটি, যা ম্যাচ শেষে যে কোনো একটি দলের হাতে উঠবে। ট্রফি নিয়ে ফটোসেশনের পর মঞ্চ মাতান তানজিন তিশা; সঙ্গে পারফর্ম করতে দেখা যায় আরেক মডেল ও অভিনেত্রী সামান্থা পারভেগকেও।