জনপ্রিয় অভিনেত্রী রুনা খান অভিনীত যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্ৰ ‘নীলপদ্ম’ এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত এ চলচ্চিত্ৰটি নির্মাণ করেছেন তৌফিক এলাহী।
শনিবার পর্দা ওঠে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এ বছর ৯টি বিভাগে স্থান পেয়েছে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। সেই তালিকায় বুধবার ১৫ জানুয়ারি প্রিমিয়ার হয় ‘নীলপদ্ম’র।
এ সিনেমায় একজন যৌনকর্মী ‘নীলা’ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। যৌনপল্লিতে তার বেড়ে ওঠা। সে জানে না তার জন্মপরিচয়। জানে না এই যৌনপল্লিতে যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সবসময় এ জীবন ছেড়ে একটি সুন্দর-স্বাভাবিক জীবন চাইত নীলা। একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই যৌনপল্লি ছেড়ে চলে যায়। ভাগ্যের চরম পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যেকে বরণ করে নেয় হাজারো নীলা। এ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন এই অভিনেত্রী।
যৌনপল্লির নারীদের জীবন নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন শিক্ষক, গবেষক ও নির্মাতা তৌফিক এলাহী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে গত এপ্রিলে ‘নীলপদ্ম’র প্রথম প্রিমিয়ার হয়। সিনেমাটি দ্রুত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চান নির্মাতা।
‘নীলপদ্ম’ সিনেমাটির শুটিং হয়েছে দৌলতদিয়ার যৌনপল্লিতে, গাজীপুর, কাপাসিয়া ও কল্যাণপুরে। রুনা খান ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, সুজাত শিমুল প্রমুখ। চিত্রগ্রাহক ছিলেন নাহিয়ান বেলাল। এটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তৌফিক এলাহী।