বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত - ‘হ্যা’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামায়াত ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা দক্ষিণ সুরমা থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হতে চান কৃষ্ণ নন্দী জাফলংয়ে জামান - পাথর ব্যবসা আমাদের রুটি -রুজি, এখানে কোন ছাড় নয় সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটে জেলা পুলিশের শীর্ষ পদে রদবদল: আসছেন আখতার, যাচ্ছেন মাহবুবুর ‘গোল্ড কার্ড ভিসা’ চালু করছে যুক্তরাষ্ট্র, স্থায়ী বসবাসের সুযোগ বিশ্বনাথের নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ
advertisement
বিনোদন

দেয়াল টপকে গানের আসর থেকে পালানোর ভিডিওটি তার নয়, দাবি ঐশীর

বিশৃঙ্খলার মধ্যে তড়িঘড়ি করে দেয়াল টপকে মই বেয়ে নামছেন এক তরুণী—গতকাল রাত থেকে ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে বলা হয়, ‘মই বেয়ে দেয়াল টপকে পালালেন কণ্ঠশিল্পী ঐশী।’

বেশ কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ঐশী এক কনসার্টে বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েন, পরে দেয়াল টপকে মেলা থেকে বেরিয়ে আসেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওটি ঢাকার একাধিক টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

তবে ঐশী জানান, ভিডিওটি তিনি দেখেছেন, ভিডিওটি তার নয়; সেটি অন্য কারো ভিডিও।

ঐশী বলেন, ‘বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। কিছুটা হাস্যকরও লাগছে। চুল ও পোশাক দেখে যে কেউ যাচাই করতে পারবেন। বিষয়টি তো খুব কঠিন হওয়ার কথা নয়। তবুও মানুষ কেন কনফিউজড হচ্ছে—বুঝতে পারছি না।’

গত শনিবার গাজীপুরের শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে আয়োজিত বাণিজ্য ও কুটিরশিল্প মেলায় গেয়েছেন ঐশী। সেদিন রাত ১০টার দিকে মেলায় বিশৃঙ্খলা ঘটেছে—এমন খবর এসেছে সংবাদমাধ্যমে।

কেউ কেউ ফেসবুকে লিখছেন, সেই বিশৃঙ্খলার মধ্যে আটকা পড়েছিলেন ঐশী। তবে ঐশী বলছেন, বিষয়টি ভিত্তিহীন। বিশৃঙ্খলার সময় তিনি মেলায় ছিলেন না, তার আগেই শো শেষে নিরাপদে বেরিয়ে আসেন।

ঐশীর ভাষ্য, ‘সেদিন আমাদের শো সুন্দরভাবে শেষ হয়েছে। শো শেষে গাড়ি নিয়ে নিরাপদে বাসায় ফিরে আসি। আমরা মেলায় থাকাকালে কোনো বিশৃঙ্খলা দেখিনি। বাসায় ফেরার পর শুনেছি, আমরা বের হওয়ার পর মেলায় ঝামেলা হয়েছে।’
ফলে মেলায় কী নিয়ে ঝামেলা হয়েছে—তা সুনির্দিষ্টভাবে তাঁর জানা নেই।

গতকাল রাতেই ভাইরাল ভিডিওটি ঐশীর নজরে এসেছে। ছড়িয়ে পড়া ভিডিওটি একাধিক টিভি চ্যানেলের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

বিষয়টি দেখে অবাক হওয়ার কথা জানিয়ে ঐশী বলেন, ‘আমি এত দিন ধরে এই অঙ্গনে কাজ করছি। সেই টিভি চ্যানেলেও গান করেছি। তারা কীভাবে ভিডিওটি প্রচার করল। ক্যাপশনে আমার নাম দেখে অবাক হয়েছি। ওখান থেকে কোনো নিউজ গেলে মানুষের তো বিভ্রান্ত হওয়ার কথা।’

এই সম্পর্কিত আরো

নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত ‘হ্যা’ ভোটের পক্ষে জনমত সৃষ্টি করবে জামায়াত

ব্যাংকের এমডি ও সিইও নিয়োগে নতুন নির্দেশনা

দক্ষিণ সুরমা থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী হতে চান কৃষ্ণ নন্দী

জাফলংয়ে জামান পাথর ব্যবসা আমাদের রুটি -রুজি, এখানে কোন ছাড় নয়

সিলেটের বিভিন্ন এলাকায় শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

সিলেটে জেলা পুলিশের শীর্ষ পদে রদবদল: আসছেন আখতার, যাচ্ছেন মাহবুবুর

‘গোল্ড কার্ড ভিসা’ চালু করছে যুক্তরাষ্ট্র, স্থায়ী বসবাসের সুযোগ

বিশ্বনাথের নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলল ৮৩২ ভরি স্বর্ণ