রবিবার, ০২ নভেম্বর ২০২৫
রবিবার, ০২ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
বিনোদন

ডিভোর্সে ৫ কোটি খোরপোশ চান মাহি! যা বললেন অভিনেত্রী

কয়েক দিন ধরেই ভারতীয় টেলিভিশন দুনিয়ার ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদের খবরে তোলপাড় চলছে। দেড় দশকের দাম্পত্যে ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি— এমন গুঞ্জনেই সয়লাব মায়ানগরীর টিনসেল টাউন। অবশেষে এই আলোচনায় সরাসরি মুখ খুললেন অভিনেত্রী মাহি ভিজ।

ডিভোর্স নিয়ে যখন সোশ্যাল মিডিয়া এবং বলিপাড়ায় কৌতূহলের শেষ নেই, ঠিক তখনই মাহি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওবার্তায় ভক্তদের উদ্দেশ্যে সব খোলাসা করেন।

জয়ের সঙ্গে তার সমীকরণ নিয়ে মাহি সাফ জানান, ‘জয় আমার পরিবার, আর চিরকাল সেই সমীকরণই বজায় থাকবে। ও দারুণ একজন মানুষ হওয়ার পাশাপাশি খুব ভালো বাবাও।’ এই গুঞ্জনে যে তারা বিরক্ত, তা স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘তাই যত দিন না আমরা নিজেরা এই বিষয়ে কোনো মন্তব্য করছি, তত দিন আপনারা দয়া করে আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো বন্ধ রাখুন।’

এই ‘কঠিন’ সময়ে মাহি তাদের সন্তানদের কথা ভেবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। তিনি প্রকাশ করেন যে, এই ধরনের ভিত্তিহীন খবর তাদের সন্তানদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

মাহির কথায়, ‘আমার ছেলে মোবাইল থেকে একটি নিউজ পোর্টাল খুলে আমাকে দেখায়। একবার ভাবুন, ও কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে! আজকাল তো সব বাচ্চার হাতেই মোবাইল থাকে। ফলত এসব খবরে ওদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। শুধু কয়েকটা লাইক, কমেন্টের আশায় ভুয়া খবর ছড়াবেন না দয়া করে।’

এদিকে বিচ্ছেদের খবরের মাঝেই চাউর হয়, মাহি ভিজ নাকি স্বামী জয় ভানুশালির থেকে ৫ কোটি রুপি খোরপোশ চেয়েছেন। এই প্রসঙ্গেও নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে কুণ্ঠাবোধ করেননি অভিনেত্রী।

আর্থিক লেনদেনের এই গুঞ্জন উড়িয়ে দিয়ে মাহি তার বক্তব্যে অর্থনৈতিক স্বাধীনতার ওপর জোর দেন। তিনি বলেন, ‘খোরপোশের বিষয়ে আমার মুখ থেকে কিছু না শুনলে কারও কথায় কান দেবেন না। কারণ আমার বিশ্বাস, আলাদা থাকলে নিজের খরচ নিজে চালানো উচিত। প্রত্যেক নারীর অর্থনৈতিক স্বাধীনতা থাকা উচিত, সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত।’

তবে খোরপোশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন মাহি। তার ভাষ্যে, ‘গৃহবধূদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। যারা কোনো দিন বাইরে কাজ করার সুযোগ পাননি, তারা খোরপোশ নিতে পারেন। কিন্তু কেউ নিজে আর্থিকভাবে সচ্ছল হলে, তার খোরপোশ নেওয়া অর্থহীন। কারণ যিনি পরিশ্রম করে অর্থ উপার্জন করে, টাকার অধিকার আদতে তারই।

এই সম্পর্কিত আরো