শনিবার, ২৪ মে ২০২৫
শনিবার, ২৪ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জালিয়াতি করে লন্ডন প্রবাসী স্ত্রীর মোহরানার টাকা ‘আত্মসাতের চেষ্টা’ লিটনের সিলেটে আমীন ও শুভ’র পিকআপে যা পেল পুলিশ দায়িত্বশীলদের দায়িত্বহীনতা - দুইশত কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে মডেল মসজিদ গুলো আলোর মুখ দেখছে না! দোয়ারাবাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত কুলাউড়ায় মাদ্রাসার কমিটি গঠনে জালিয়াতি, শিক্ষক গ্রেপ্তার গোয়াইনঘাটে দেড় হাজার কোটি টাকার বালি কার! দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত সিলেটে দূষিত পানি ও খাদ্যে বাড়ছে জন্ডিস : স্বাস্থ্যঝুঁকি চরমে ৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ
advertisement
অপরাধ

জালিয়াতি করে লন্ডন প্রবাসী স্ত্রীর মোহরানার টাকা ‘আত্মসাতের চেষ্টা’ লিটনের

বাড়ির রাজমিস্ত্রীর ঠিকাদারকে বিয়ে করে নিজের খরছে লন্ডনে নিয়ে প্রতিষ্ঠিত করে চরম মূল্য দিতে হচ্ছে যুক্তরাজ্য প্রবাসী আমিনা বেগমকে। দরিদ্র পরিবারের ছেলে হিসেবে সহানুভূতি দেখিয়ে প্রতিদান হিসেবে স্বামীর জালিয়াতি, প্রতরণা ও বিশ্বাসঘাতকতার ঘটনায় আজ দিশেহারা হয়ে পড়েছেন দুই সন্তানের জননী আমিনা বেগম। অকৃতজ্ঞ ও নারী আসক্ত স্বামী তার স্ত্রী আমিনা বেগমকে তালাক দিয়ে বাংলাদেশে এসে অপর একজন মেয়েকে বিয়ে করে আমিনা বেগমের টাকা-পয়সা আত্মসাৎ, দেন মোহরেরর টাকার পরিমান কমিয়ে কাবিননামা জালিয়াতি করে চরম প্রতারনার আশ্রয় নিয়েছেন স্বামী লিটন। আদালতের আদেশ উপেক্ষা তথা জামিনের শর্ত লংঘন করে কৌশলে লন্ডনে পালিয়ে গিয়ে উল্টো আমিনা বেগমের বিরুদ্ধে অপপ্রচার ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন উক্ত লিটন। শুধু তাই নয় ১৫ লাখ টাকার দেন মোহরে বিয়ে সম্পন্ন হলেও স্বামী লিটন নকল আরেকটি কাবিননামা তৈরি করেন। যেখানে মোহরানার পরিমান ৫ লাখ টাকা লিখা রয়েছে।

 

এসব ঘটনার ন্যায় বিচার প্রার্থনা করে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেছেন আমিনা বেগম। পাশাপাশি আমিন বেগমের ভাই ওয়ারিছ মিয়া তার বোন জামাই বানিয়াচংয়ের তকবাজখানি গ্রামের আব্দুস শহীদের ছেলে মো. আব্দুল গফফার খান লিটন ও তার ভাই মিলন খানের বিরুদ্ধে শাহপরান (রহ.) থানায় একটি প্রতরনার মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে ১০ জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উক্ত লিটন ও তার ভাই মিলনকে গ্রেফতার করে পুলিশ। আমিনা বেগম তার প্রদত্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন যথাসময়ে প্রদানের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।

 

অভিযোগ সূত্রে আরো জানা যায়, হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার তকবাজখানি গ্রামের আব্দুর শহিদ খাঁনের ছেলে মো. গফফার খান লিটনের সাথে ২০১১ সালের ২৮ জুন সিলেট নগরীর উত্তর বালুচর আল ইসলা এলাকার বাসায় আমিনা বেগমের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের ১০ দিন পর আমিনা বেগম লন্ডনে চলে যান। তারপর অনেক প্রতিবন্ধকতা দূর করে বড় অংকের টাকা খরচ করে ২০২২ সালের ২৭ নভেম্বর আমিনা বেগম তার স্বামীকে লন্ডনে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানের নাগরিকত্ব লাভ করেছেন। এদিকে আমিনা বেগমের ১ম তরফের মেয়ের সাথে অশালীন আচরণ করায় লিটনকে আমার মেয়ে ঘর থেকে বের করে দেয়। পরবর্তিতে আদালতে লিটন দোষী প্রমানীত হয়। এ অবস্থার মাঝে খবর পাই আমার স্বামী লিটন দেশে গিয়ে অন্য একজন মহিলাকে বিয়ে করেন, সেই সাথে মুসলিম বিবাহ আইন অমান্য করে আমাকে পরবর্তিতে ডিভোর্স নোটিশ পাঠান। 

 

আমিনা বেগমের দাবি মো. আব্দুল গফফার খান লিটনের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তাকে আমিনা বেগম বিয়ের পর নিজের টাকা খরছ করে ২০১২ সালে লন্ডনে নিয়ে যান। সেখানে গিয়েই মো. গফফার খান লিটনের চেহারা বদলে যায়। টাকা পয়সা রোজগার করে বেপরোয়া হয়ে উঠেন তিনি। ভুলে যান আমিনা বেগমের অবদানের কথা। আমিনা বেগম কিছুদিন অসুস্থ ছিলেন। যেকারণে পারিবারিক বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য লিটনের কাছে টাকা পয়সা প্রদান করেন। কিন্তু সংসারের প্রতি উদাসীন লিটন তাকে প্রদত্ত সকল টাকা পয়সা বিভিন্ন খাতে খরচ দেখিয়ে আত্মসাৎ করে নেন। এরই মধ্যে আমিনা বেগম ও মো. গফফার খান লিটনের ঔরসে দুটি সন্তানের জন্ম হয়। এরই মধ্যে লিটন দেশে এসে আবারো বিয়ে করার পায়তারা করলে আমিনা বেগম তাতে বাঁধা দেন। এতে লিটন ক্ষিপ্ত হয়ে উঠেন ও পরিবারে অশান্তি সৃষ্টি করে। লিটন সন্তানদের কোন ভরণপোষণ না করায় এই বিষয়ে লন্ডনে পরিচিত মুরুব্বিদের কাছে বিচার প্রার্থী হলে লিটন তার স্ত্রী আমিনা বেগমের সাথে সংসার করবেনা বলে জানান। 

 

এ অবস্থায় মোহরানার টাকা দাবী করলে লিটন জানায়, মোহরানা ৫ লাখ টাকা সে সময় করে দিবে, এরই মধ্যে এই বিষয়টির সুষ্ঠু একটি সমাধানের উদ্দেশ্যে আমিনা বেগম ও তার স্বামীর পরিবার আমিনা বেগমের বর্তমান ঠিকানা বালুচরের বাসায় বসে উক্ত বিষয়ের মীমাংসার চেষ্টা করলে লিটনের ছোট ভাই মিলন খান সহ তার পরিবারে সদস্যরা জানান যে, মো. আবদুল গফফার খান লিটন আমিনা বেগমের সাথে আর সংসার করবে না। এই অবস্থায় আমিনা বেগম ও স্বামী লিটনের পরিবারসহ মুরব্বীরা বিষয়টি সমাধানের জন্য এক বৈঠকে বসেন। তখন লিটনের আত্মীয়-স্বজনকে জানানো হয় সংসার না করলে স্ত্রী আমিনা বেগমের মোহরানার ১৫ লাখ টাকা পরিশোধ করতে হবে এবং সন্তানদের ভরণ পোষণের টাকা প্রদান করতে হবে। এসময় লিটন মিথ্যার আশ্রয় নিয়ে জানায়, তার কাবিন ৫ লাখ টাকা। এ কথা শুনে উপস্থিত মুরব্বীগণ অবাক হয়ে যান। তখন সকলে প্রশ্ন করেন বিয়ের কাবিননামায় স্পষ্টভাবে ১৫ লাখ টাকা লিখা রয়েছে। আপনি ৫ লাখ টাকার মোহরানার কাবিন কোথায় পেলেন।

 

এখানে উল্লেখ্য যে, ২০০৭ সালে জালিয়াতি করে একটি নকল কাবিননামা তৈরি করেন লিটন। যা তিনি মুরব্বীদের সামনেও উপস্থাপন করেন। অথচ প্রকৃত সত্য হচ্ছে ২০১১ সালে আমিনা বেগম ও লিটনের বিবাহ সম্পন্ন হয়। মোহরানার টাকা আত্মসাৎ করতে লিটন মিথ্যার আশ্রয় নিয়েছেন।

 

এ ব্যাপারে মামলার স্বাক্ষী সবুজ আহমদ জানান, মামলার পাঁচ মাস অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন দিতে গড়িমসি করছে। আসামিকে গ্রেফতারের পর তারা আদালত থেকে পলতক হবে না শর্তে জামিনে মুক্তি পেলেও বর্তমানে লন্ডনে কি করে গেলেন। তারা লন্ডনে গিয়ে আমার ফুফুকে মামলা তুলে নিতে হুমকি ধামকি দিচ্ছে। আমরা নিরপত্তাহীনতায় ভোগছি।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সৈয়দ ফখরুল ইসলাম জানান, মামলাটি এখনো তদন্তনাধীন আছে। খুব শিগগিরই আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

 

বিয়ে ও কাবিনের বিষয়ে জানতে চাইলে কাবিনামার তথ্য উপাত্ত দেখে সত্যতা নিশ্চিত করে সিলেট নগরীর ৭ নম্বর ওয়ার্ডের কাজী নুরুল ইসলাম চৌধুরী জানান, যুক্তরাজ্য প্রবাসী আমিনা বেগম ও আবদুল গফফার খান লিটনের বিবাহ তিনি ২০১১ সালের ২৮ জুন ১৫ লাখ টাকা দেন মোহরে সম্পন্ন করেছিলেন। 

 

শহপরান (রহ.) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এটি ভালো জানেন। তবে কাবিন জালিয়াতির ঘটনায় আমরা দুইজনকে আটক করেছিলাম, তারা কারাভোগ করার পর আদালত তাদের জামিন দেন। তবে জামিনের শর্ত ভঙ্গ করে আসামি কিভাবে যুক্তরাজ্যে পালিয়ে গেলো জানতে চাইলে ওসি বলেন, এটা ইমিগ্রেশনের ব্যাপার, আমাদের না।

এই সম্পর্কিত আরো

জালিয়াতি করে লন্ডন প্রবাসী স্ত্রীর মোহরানার টাকা ‘আত্মসাতের চেষ্টা’ লিটনের

সিলেটে আমীন ও শুভ’র পিকআপে যা পেল পুলিশ

দায়িত্বশীলদের দায়িত্বহীনতা দুইশত কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জে মডেল মসজিদ গুলো আলোর মুখ দেখছে না!

দোয়ারাবাজারে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ নিহত

কুলাউড়ায় মাদ্রাসার কমিটি গঠনে জালিয়াতি, শিক্ষক গ্রেপ্তার

গোয়াইনঘাটে দেড় হাজার কোটি টাকার বালি কার!

দোয়ারাবাজারে তুচ্ছ বিষয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত

সিলেটে দূষিত পানি ও খাদ্যে বাড়ছে জন্ডিস : স্বাস্থ্যঝুঁকি চরমে

৫ আগস্ট কারা আশ্রয় নিয়েছিলেন সিলেটের সেনানিবাসে

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ