বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে: আলী রীয়াজ ভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য ‘অপ্রত্যাশিত’: পররাষ্ট্র উপদেষ্টা সব কিছুরই শেষ আছে, আদালতে পলক জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ নাহিদ ইসলামের বক্তব্য তাকেই পরিষ্কার করতে হবে, আমি কোনো এক্সিট খুঁজছি না: পরিবেশ উপদেষ্টা গুমের মামলায় অভিযোগ আমলে - শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জৈন্তাপুরে এডভোকেট জেবুন নাহার সেলিমের মত বিনিময় সভা সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা কাঁপাকাঁপি থেকেই গেল বাংলাদেশের ব্যাটিংয়ে
advertisement
সারাদেশ

তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপরে, রেড অ্যালার্ট জারি

কয়েক দিনের ভারী বর্ষণ আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নীলফামারী, লালমনিরহাটসহ তিস্তার তীরবর্তী জেলা–উপজেলার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

আজ রোববার সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। ১৪ ঘণ্টার ব্যবধানে রাত ৮টায় সেখানে পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ওই পয়েন্টে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। দ্রুত পানি বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের উজানে জিরো পয়েন্টে ডান তীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধ রক্ষায় বাঁশের পাইলিং ও বালির বস্তা ফেলা অব্যাহত রয়েছে। সন্ধ্যা ৭টায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড মাইকিং করে তিস্তাপাড়ের বাসিন্দাদের সরে যেতে বলে জরুরি অবস্থা বা রেড অ্যালার্ট জারি করেছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভারী বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে তিস্তা নদীর পানিপ্রবাহ। আজ বেলা ৩টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানিপ্রবাহ বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচে রেকর্ড করা হয়েছে। রাত ৮টায় সেখানে পানি বেড়ে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ফলে নদীর তীরবর্তী অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

আগামী ১২ ঘণ্টায় তিস্তা, ধরলা, দুধকুমারসহ উত্তরের বেশ কয়েকটি নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামে বন্যার ঝুঁকি রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। অব্যাহত পানি বাড়ায় আজ সন্ধ্যা ৬টায় ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তা নদীর জিরো পয়েন্টের কাছাকাছি কালীগঞ্জ নামের স্থানে তিস্তা ডান তীর প্রধান বাঁধে ভাঙন দেখা দিয়েছে। সেটি মেরামতে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে।

লালমনিরহাট

তিস্তার বাম তীরের জেলা লালমনিরহাটের দুটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিস্তা চরাঞ্চলসহ মুন্সিপাড়া, ক্লিনিকপাড়া, কাদেরের চর, মহিমপাড়া, চরপাড়া, কাতিপাড়া ও সৈয়দপাড়া এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

অপর দিকে হাতীবান্ধা উপজেলার ৬ ইউনিয়নের অন্তত ১০টি চর ও নিম্নাঞ্চল এলাকায় বন্যা দেখা দিয়েছে। বন্যায় প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে পুকুর, আমন ধানখেতসহ আগাম শীতকালীন নানা জাতের সবজির খেত। নদীর চরাঞ্চলের মানুষেরা নৌকায় চলাচল করছে।

সিন্দুর্না এলাকার রইচ উদ্দিন বলেন, ‘দুপুরের পর থেকে পানি বাড়ছে নদীতে। ইতিমধ্যে নিম্নাঞ্চলের বেশ কিছু বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে। ক্রমে বাড়ছে তিস্তা নদীর পানি। বন্যার আশঙ্কায় রয়েছি।’

গোবর্ধন গ্রামের আব্দুর রশিদ বলেন, ‘নদীর পানি বাড়তে শুরু করেছে। চরাঞ্চলের রাস্তাঘাট ডুবে গেছে। অনেকের পুকুরের মাছ ভেসে গেছে, ডুবে গেছে আমন ধানের খেত। সময় যত যাচ্ছে, ততই বাড়ছে পানি। বন্যার আতঙ্কে রয়েছি।’

জানতে চাইলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা বলেন, ‘আমরা তিস্তা নদীর তীরে অবস্থান করছি। নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে বন্যার পানি ঢুকেছে। এতে প্রায় ২ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। জেলা ও উপজেলা প্রশাসন বন্যায় ক্ষয়ক্ষতি রোধে কাজ করছে।’

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার বলেন, ‘ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়ছে। আগামী ১২ ঘণ্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’ এ সময় নদীপাড়ের বাসিন্দাদের সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানান তিনি।

নীলফামারী

তিস্তার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের ১৫টি গ্রাম ও চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব গ্রামের বাড়িঘরে পানি প্রবেশ করেছে বলে জানান জনপ্রতিনিধিরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই দিনের ভারী বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়ছে। ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের বেশ কিছু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে মৎস্য খামার, আমন ধানসহ নানান জাতের সবজির খেত। ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট। নৌকায় যোগাযোগ করছে চরাঞ্চলের মানুষ।

ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ খাঁন জানান, আজ দুপুরের পর থেকে তিস্তা নদীর পানি বাড়তে থাকে। পানি বাড়ার ফলে ইউনিয়নের ঝাড়সিংহেরশ্বর ও পূর্ব ছাতনাই গ্রামের বোল্ডারের চর, খোকার চর, খাড়াপাড়া, ফ্লাটপাড়াসহ তিস্তাপাড়ের বিভিন্ন চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে।

টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, দুপুরের পর থেকে তিস্তা নদীর পানি দ্রুতগতিতে বাড়তে শুরু করে। পানি বাড়ার ফলে এলাকার রোপা আমন খেত তলিয়ে গেছে। বিভিন্ন গ্রামের বাড়িঘরে পানি উঠতে শুরু করেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র জানায়, আজ সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি ৫১ দশমিক ৪৩ মিটার, সকাল ৯টায় ৫১ দশমিক ৪৮ মিটার, দুপুর ১২টায় ৫২ দশমিক ০০ মিটার, বেলা ৩টায় ৫২ দশমিক ১৪ মিটার এবং সন্ধ্যা ৬টায় ৫২ দশমিক ২৮ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এই সম্পর্কিত আরো

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকা বিষয়গুলোও বিবেচনায় নিতে হবে: আলী রীয়াজ

ভারতের পররাষ্ট্রসচিবের মন্তব্য ‘অপ্রত্যাশিত’: পররাষ্ট্র উপদেষ্টা

সব কিছুরই শেষ আছে, আদালতে পলক

জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

নাহিদ ইসলামের বক্তব্য তাকেই পরিষ্কার করতে হবে, আমি কোনো এক্সিট খুঁজছি না: পরিবেশ উপদেষ্টা

গুমের মামলায় অভিযোগ আমলে শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জৈন্তাপুরে এডভোকেট জেবুন নাহার সেলিমের মত বিনিময় সভা

সিনেমাটি করা হচ্ছে না তানজিন তিশার

পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কাঁপাকাঁপি থেকেই গেল বাংলাদেশের ব্যাটিংয়ে