রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

সকালে বিদেশ যাবে স্বামী, রাতে গলায় ফাঁস দিলেন স্ত্রী!

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডালিয়া বেগম (১৯) নামে এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে।  শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টায় উপজেলার বুড়িশ্বর  ইউনিয়নের লক্ষীপুরে এ ঘটনা ঘটে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে তার স্বামী আজমাইন হোসেন বিদেশ যাওয়ার কথা ছিল।

মৃত ডালিয়া বেগম বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুরে গ্রামের আশ্রয়ণ প্রকল্পের আজমাইন হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই  বছর  আগে পারিবারিকভাবে লক্ষীপুর গ্রামের আজমাইন হোসেনের সঙ্গে ডালিয়ার বিয়ে হয়। আজমাইন শনিবার সকালে সৌদি যাওয়ার কথা। এ উদ্দেশে শুক্রবার স্বামী-স্ত্রী কেনাকাটাও করেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে যান দুজন।  পরে রাত ১২টার সময় আজমাইন দেখতে পান ডালিয়া গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাসিরনগর থানা ওসি আজহারুল ইসলাম বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই সম্পর্কিত আরো