সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

৭ স্থানে পরীক্ষামূলক চালু হলো ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম

রাজধানীর যানজট নিরসনে শনিবার (৩০ আগস্ট) থেকে চালু হয়েছে ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম।  প্রাথমিকভাবে ঢাকার দুই সিটির সাতটি ইন্টারসেকশনে চালু করা হয়। দেশিয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা।

নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার।  শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সাতটি চালু হয়েছে।  পর্যায়ক্রমে ২২টি ইন্টার সেকশনে এই সিস্টেম চালু করা হবে।

প্রকল্প বাস্তবায়নে অংশীজন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। 

ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার জানান, পরীক্ষামূলক পাইলটিংয়ের লক্ষ্য সচেতনতা বৃদ্ধি।  আনুষ্ঠানিকভাবে চালুর আগে সচেতনতা সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য দুই থেকে তিন সপ্তাহ সময় নেবে পরীক্ষামূলক এই প্রকল্প। 

এই সম্পর্কিত আরো