রবিবার, ১৭ আগস্ট ২০২৫
রবিবার, ১৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড জামায়াত নারীর প্রকৃত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে চায় : হাবিবুর রহমান মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস - নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষা কর্মকর্তার প্রশ্ন পত্র প্রণয়ন ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে রাজপথে বিএনপি মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার, বস্তায় ৩০০ টাকা বেশি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ড. হেলাল জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন আজকের স্বর্ণের দাম: ১৭ আগস্ট ২০২৫
advertisement
সারাদেশ

শ্রেণিকক্ষে অনৈতিক কাজে জড়ানোর অভিযোগে শিক্ষককে ঘাড় ধাক্কা

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে শ্রেণিকক্ষে অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ জনতা শিক্ষককে বিদ্যালয় থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) ক্লাস শেষে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এক ছাত্রীকে নিয়ে দীর্ঘ ৩৭ মিনিট অবস্থান করেন শিক্ষক শফিকুর রহমান। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামসহ এলাকাবাসী বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন। অভিযোগের সঠিক প্রতিকার না মেলায় জনতা ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেয়।

ইউপি সদস্য রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, শিক্ষক শফিকুর রহমান এর আগেও একটি মেয়েটির সঙ্গে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছিল। স্থানীয় জনতা হাতেনাতে এটা ধরে ফেলে।

প্রসঙ্গত, এর আগেও শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানি, প্রশ্ন ফাঁস ও আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে গত ২৬ মে শিক্ষার্থী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

শফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল বলেন, আমি বিদ্যালয়ে এসে ঘটনাটি শুনেছি। তবে লিখিত বা মৌখিকভাবে কোনো অভিযোগ পাইনি। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে অবশ্যই শোকজ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে শিক্ষককে এভাবে বিদ্যালয় থেকে বের করে দেওয়া একেবারেই অপ্রত্যাশিত এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

এই সম্পর্কিত আরো

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড

জামায়াত নারীর প্রকৃত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে চায় : হাবিবুর রহমান

মুখোমুখি শিক্ষক ও শিক্ষা অফিস নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষা কর্মকর্তার প্রশ্ন পত্র প্রণয়ন

ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে রাজপথে বিএনপি

মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার, বস্তায় ৩০০ টাকা বেশি

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুদকের অভিযান

গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ড. হেলাল

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন

আজকের স্বর্ণের দাম: ১৭ আগস্ট ২০২৫