শনিবার, ০২ আগস্ট ২০২৫
শনিবার, ০২ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

মিয়ানমারে ভূমিকম্প, কাপল চট্টগ্রামও

মিয়ানমারে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।  মিয়ানমারে হওয়া এ ভূমিকম্পের জেরে কেঁপেছে চট্টগ্রামও।  ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্কে অনেকেই বাসার বাহিরে ছুটে আসেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

আবহাওয়া অফিসের ওয়্যারলেস সুপারভাইজার সঞ্জয় কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৮টা ২৬ মিনিট ৫০ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে ৪০৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে, অর্থাৎ মিয়ানমারের মাইন্থ্যাতে।  রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৯। 

ভূমিকম্পটি হালকা শ্রেণির বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে, ভূমিকম্প টের পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে শুরু করেন চট্টগ্রামের মানুষেরা। অনেকে ভূমিকম্প হয়েছে কি না তাও জানতে চান।

এই সম্পর্কিত আরো