শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
শুক্রবার, ০১ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

মুরাদনগরে বিএনপি-এনসিপি সংঘর্ষ: মামলা করেনি কোনো পক্ষই

কুমিল্লার মুরাদনগরে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত মামলা করেনি কোনো পক্ষই।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান এ বিষয়ে নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরে এনসিপির মিছিলে হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই গ্রুপের নেতাকর্মী ও সাংবাদিক সহ ৭২জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ছাত্র-জনতার ব্যানারে মুরাদনগর উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে এনসিপি। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং তার বাবা প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিকে একই সময় উপজেলা ছাত্রদল তাদের নেতাকর্মীদের কারাগারে প্রেরণ এবং রিমান্ড মঞ্জুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয়। এ সময় এনসিপির মিছিলে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করা হয়। এতে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপির ৫০ জন এবং বিএনপির ১৫ জন আহত হয়। পেশাগত দায়িত্ব পালনের সময় ৭ সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সাবেক ছাত্র সমন্বয়ক অ্যাডভোকেট ওবায়দুল হক ছিদ্দিকী বলেন, বিএনপির কায়কোবাদ সমর্থকরা হামলা চালিয়ে আমাদের ৫০ জনকে আহত করেছে। আমরা তাদের চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, এ হামলায় আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, এনসিপির মিছিলে হামলা এবং পরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেদিনের ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো