রবিবার, ০৩ আগস্ট ২০২৫
রবিবার, ০৩ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক। লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
advertisement
সারাদেশ

থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানে যুবক খুন, আহত ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইট অনুষ্ঠান চলাকালে হৃদয় (১৯) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার ফতুল্লার পাগলা বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হৃদয় ফতুল্লার পাগলা বৌবাজার এলাকার মো. হাবিব মিয়ার ছেলে।

   
আহতরা হলেন, ফতুল্লার পাগলা পশ্চিম পাড়া এলাকার সামসুল হকের ছেলে সানী (২০)  ও আব্দুল হামিদের ছেলে হামিম (১৮)। তারা সকলে বন্ধু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে থার্টি ফার্স্ট নাইট (বর্ষবরণ) উপলক্ষ্যে বৌবাজার এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খাওয়া-দাওয়ার আয়োজনে অংশগ্রহণ করে তিন বন্ধু হৃদয়, সানী ও হামিম। তবে অনুষ্ঠান চলাকালে একদল যুবক পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তার অপর দুই বন্ধুকে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে কি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল তা জানা যায়নি।

নিহতের বন্ধু সাব্বির জানায়, তারা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফার্স্ট নাইট পালন করছিলো। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে তাদেরকে মারধর করে এক পর্যায়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা হৃদয়কে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় হৃদয় নামে এক যুবক মারা গেছে। তার লাশ হাসপাতালে রয়েছে। তবে এখনো অভিযোগ পাইনি। তাছাড়া তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল কিনা এ নিয়ে তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এই সম্পর্কিত আরো

সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ০১ কোটি ১১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক।

লাউয়াছড়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে মহিলার মৃত্যু

সুনামগঞ্জে জুলাইয়ের মায়েরা শীর্ষক অনুষ্ঠান

দিরাইয়ে মৎস্যজীবী লীগ সভাপতি এহিয়া চৌধুরী গ্রেপ্তার

বিশ্বনাথে পরিবেশের স্বার্থে পাবলিক টয়লেট স্থানান্তরের জন্য লিখিত আহ্বান প্রবাসীর

সুনামগঞ্জে ইউএসএ বাংলার আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বিশ্বনাথে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থীকে ছাত্র মজলিসের সংবর্ধনা

কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

কুলাউড়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা