জুলাই আন্দোলনে কিশোরগঞ্জের মিঠামইন থানার সহিংসতা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়িতে ফিরেন আওয়ামী লীগ নেতা ফারুক ভূঁইয়া। তারপর সহকর্মী, জুনিয়রদের নিয়ে মদের আসরে বোতল হাতে বাদ্যের তালে উদ্যম নৃত্যে তিনি জামিনের আনন্দ উদযাপন করেন।
উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের ফারুক ভূঁইয়ার এ নৃত্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গেছে, ফারুক ভূঁইয়ার উলেখযোগ্য পদ-পদবি না থাকলেও সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মামাতো ভগ্নিপতি হিসাবে স্থানীয় রাজনীতিতে তার দাপট ছিল। আর এ কারণে ছাত্র-জনতার ক্ষোভের শিকার হয়ে তিনি সহিংসতা মামলার আসামি হন।
এদিকে, জামিন উদযাপনের ৪৮ সেকেন্ডের ওই ভিডিও চিত্রে শোনা যায়, ‘এমন জামিন করে খেতে হয় রে’ বলে তিনি মদের বোতল হাতে নেচে নেচে গান গাইছিলেন।
এ বিষয়ে ফারুক ভূঁইয়া বলেন, ‘এসব তো বিল ক্লিনটন, মুদিসহ দেশ-বিদেশের বিখ্যাত লোকজনেরও আছে।’