বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই - প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান
advertisement
সারাদেশ

শৈলকুপায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭, হাসপাতালে নেই ভ্যাকসিন

ঝিনাইদহের শৈলকুপায় একই দিনে কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ১৭ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে পৌর এলাকার হাবিবপুর ও ঝাউদিয়া এবং পার্শ্ববর্তী উমেদপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহনেওয়াজ ইবনে কাশেম বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক কুকুরের আক্রমণে আহত ব্যক্তি আসতে শুরু করে। এর মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের চিকিৎসা দিতে আমরা হিমশিম খাচ্ছি।

হাবিবপুর গ্রামের আমজাদ হোসেন জানান, আজ সকালে তার ছেলে বউ সুমাইয়া খাতুনকে হঠাৎ একটি কুকুর আক্রমণ করে। তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

একই গ্রামের সুজন হোসেন বলেন, আজ সকালে তার ৮ বছরের মেয়ে মারিয়া বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় একটি কুকুর তার ওপর আক্রমণ করে। কুকুরের কামড়ে সে গুরুতর আহত হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

গোবিন্দপুর গ্রামের মাজেদা বেগম (৪৫) জানান, তিনি ডায়াবেটিস রোগী। প্রতিদিনের মতো সকালে রাস্তায় হাঁটছিলেন। সকাল ৮টার দিকে বাড়ি ফেরার সময় একটি কুকুরটি তার ওপর আক্রমণ করে কামড়ে দেয়। তিনি শৈলকুপা হাসপাতালে ভর্তি আছেন।

ঝাউদিয়া গ্রামের শান্তি রামের ভাষ্য (৩২), বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি রাস্তায় হাঁটছিলেন। হঠাৎ একটি কুকুর তাকে কামড়ে দিয়ে ছুটতে থাকে। 

হাবিবপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন ফকির বলেন, কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অনেকে চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে এক ডোজও ভ্যাকসিন নেই। এটা খুবই দুঃখজনক ঘটনা।

বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, গত চার মাস ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন র‌্যাবিস ভ্যাকসিন নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস বলেন, র‌্যাবিস ভ্যাকসিন কিনতে উপজেলা পরিষদ থেকে একটি প্রকল্প নেওয়া হয়েছে। দুই-একদিনের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন পৌঁছাবে বলে তিনি আশাবাদী।

এই সম্পর্কিত আরো

দিনে দেবরের বিয়ে আর আগের রাতেই ভাবির মৃত্যু ; হৃদয়বিধারক দৃশ্যের অবতারণা

সিলেটে সুরমা-কুশিয়ারার পানি বাড়ছেই

রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানে সিইসিকে প্রধান উপদেষ্টার চিঠি

জাফলং চা-বাগানে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামিসহ ৯ জন গ্রেফতার

স্কুলে আগুন আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত

তফশিলের আগে এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই প্রথমার্ধে সাগরিকার গোলে এগিয়ে বাংলাদেশ

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১২ কোটি টাকা ব্যয়: উপদেষ্টা ফারুক

জাতীয় স্বার্থে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি যেন বন্ধ না হয়: তারেক রহমান