✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

লেডি বাইকার সুজানার পর বন্ধু কাব্যের মৃতদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকার একটি লেক থেকে লেডী বাইকার সুজানার মৃতদেহ উদ্ধারের একদিন পর কাব্য নামে তারই সঙ্গীর মৃতদেহ উদ্ধার করেছে পূর্বাচল ফায়ার সার্ভিস।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় পূর্বাচল উপ-শহরের ২ নম্বর সেক্টরের ৪ নম্বর সেতুর নিচের লেকে থেকে উদ্ধার করা হয় কাব্যের মৃতদেহ।

এর আগে গত মঙ্গলবার নিহত কাব্যের বান্ধবী সুজানার মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, পূর্বাচলে বাইকারদের বেপরোয়া চলাচলের কারণে বাড়ছে দূর্ঘটনা। পাশাপাশি নির্জন ও পুলিশের টহল না থাকায় এমন পরিস্থিতি তৈরী হয়েছে।

রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী বলেন, নিহত কাব্য রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র ও সুজানা ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সুজানা ও কাব্য পরস্পর বন্ধু বলেও জানান তিনি।

ওসি বলেন, গতকাল একই লেকের অন্য পাশ থেকে সুজানা (১৮) নামে এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মৃতদেহের পাশ থেকে মোটরসাইকেলের একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, সুজানা ও কাব্য পরস্পর বন্ধু। তারা উভয়েই মিরপুরের বাসিন্দা। গতকাল সুজানার মৃতদেহ মিললেও নিখোঁজ ছিলেন কাব্য। এরপর আজ বুধবার সকালে একই লেকের অন্যপাশ থেকে কাব্যের মৃতদেহ উদ্ধার করা হয়।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত সোমবার বিকেলে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বের হন সুজানা। এরপর রাতে তিনি আর বাসায় ফিরেননি। মৃতদেহের সঙ্গে উদ্ধার হওয়া মোটরসাইকেলের হেলমেটটি ১০ম শ্রেণির শিক্ষার্থী কাব্যের বলে নিশ্চিত করেছে তার পরিবার।

এই সম্পর্কিত আরো