ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে যাওয়ার আলোচিত ঘটনায় বাসচালক শহিদুল শেখকে (৩০) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার রাত ৯টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোলপ্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় হাসাড়া হাইওয়ে পুলিশ।
গ্রেফতার শহিদুল গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার ফজলু শেখের পুত্র।
পুলিশ জানায়, ১৭ এপ্রিল রাতে গাড়ি ভর্তি যাত্রী নিয়ে রাজধানীর সায়েদাবাদ থেকে ছেড়ে আসে বরিশাল এক্সপ্রেস। রাত ৯টার দিকে এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ায় বাসটি। এ সময় ছাদ উড়ে গেলেও ছাদবিহীন বাসটি নিয়ে ৫ কিলোমিটার চালিয়ে যায় চালাক। পরে স্থানীয়দের চেষ্টায় আটক হলে বাসটি রেখে পালিয়ে যান তিনি। এ ঘটনায় আহত হয় ৫ জন।
এ ঘটনায় হাসাড়া হাইওয়ে থানায় সড়ক পরিবহন আইনে বাদী হয়ে মামলা করেন পুলিশের উপপরিদর্শক আতিউর রহমান। এরপর থেকে বাসচালককে গ্রেফতারে তৎপরতা চালাচ্ছিল পুলিশ।