মঙ্গলবার, ০৬ মে ২০২৫
মঙ্গলবার, ০৬ মে ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে মামলা

সাদিয়া রহমান মিথিলা নামে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণসহ মারধর করে গর্ভপাতের অভিযোগে ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমসহ ৬ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। সাদিয়া রহমান মিথিলা বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর আদালতে রোববার (৪ মে) এই মামলা দায়ের করেন।


বগুড়ার নারী ও শিশু নির্যাতন টাইব্যুনাল নং-১ এর আদালতের বিচারক মো. আনোয়ারুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে তদন্তের জন্য ওই আদেশ দেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বগুড়ার পিবিআই পুলিশ সুপারের প্রতি নির্দেশ দেওয়া হয়।

এই মামলার ওই ছয় আসামিরা হলেন- বগুড়ার এরুলিয়া পশ্চিমপাড়ার মৃত আহম্মদ আলীর ছেলে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, তার মেয়ে হিরো আলমের বোন আলো বেগম, ব্যক্তিগত সহকারী আল আমিন, মালেক ও তার স্ত্রী জেরিন এবং আহসান হাবিব সেলিম।


আদালতে দায়েরকৃত মামলায় বাদীর অভিযোগে বলা হয়েছে, বাদীকে ছোট পর্দার নায়িকা বানানোর লোভ দেখায় হিরো আলম। এরপর হিরো আলম ওই বাদীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে। জনৈক মৌলভী ডেকে এনে বাদীর সাথে হিরো আলম বিয়ে পড়িয়ে বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে সংসার করতে থাকে। এরই মধ্যে শর্ট ফ্লিম তৈরির জন্য তার কাছ থেকে হিরো আলম ১৫ লাখ টাকা ধার নেয়। পরে হিরো আলমকে বিয়ের কাবিনের জন্য চাপ দিলে হিরো আলম বাদীকে গত ১৮ এপ্রিল বগুড়ার বাড়িতে নিয়ে আসে এবং তাকে তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু বাদী তার গর্ভের সন্তান নষ্ট করতে রাজি না হলে অন্যান্য আসামিরা গত ২১ এপ্রিল তাকে মারপিট করলে রক্তক্ষরণ শুরু হয়। এরপর ওই দিন তাকে বগুড়া শহরে একটি ক্লিনিকে ভর্তি করা হলে তার গর্ভের সন্তান নষ্ট হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ এপ্রিল ভর্তি করা হলে সেখানে ২৬ এপ্রিল পর্যন্ত চিকিৎসা গ্রহণ করে মর্মে অভিযোগে বলা হয়ে।

সোমবার সন্ধ্যায় এ বিষয়ে পিবিআই বগুড়ার ইন্সপেক্টর জাহিদ জানান, এখনো মামলাটি আদালত থেকে আমাদের কাছে তদন্তের জন্য আসেনি। আসলে অবশ্যই যথাযথ তদন্ত করা হবে।

এই সম্পর্কিত আরো