ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় রাফি মিয়া (২৩) নামে পাঠাও কুরিয়ারের এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন সংলগ্ন মহাসড়কের মারিখালী ব্রিজে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জাহিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাফি চাঁদপুর জেলার ফরিদগঞ্জের মইনুল মিয়ার ছেলে। সে চাকরির সুবাধে সোনারগাঁয়ের গোহাট্টা এলাকায় ভাড়া থাকতেন৷
সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জানান, নিহত যুবক পাঠাও কুরিয়ারে অনলাইনের পণ্য ডেলিভারি করতেন। উপজেলার মেঘনা নিউটাউন এলাকা থেকে ডেলিভারির কাজ শেষ করে ফেরার সময় পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারীখালী ব্রিজে পেছন থেকে আসা বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলে যুবক মারা যান।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, পুলিশের একটি ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷ প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করা গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলমান। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।