মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাংবাদিক আবুল মোহাম্মদকে স্বজন-সতীর্থদের অশ্রুসিক্ত বিদায় ফলোআপ: ধলাই সেতু বালু লুটপাট - একদিকে অভিযান শেষ হতেই  অন্যদিকে লুটপাটের মহোৎসব শুরু! সিলেটে নিজের গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাজিক গ্রেফতার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত : বিএনপি নিউইয়র্কে নেতাদের ওপর হামলা, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যর্থতায় ক্ষোভ সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির  মোটিভেশনাল ওয়ার্কশপ টাংগুয়ার হাওরে ২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা
advertisement
সারাদেশ

পুলিশকে মেরে আসামি ছিনতাই, আটক ৬

রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা চালিয়ে মারধর করে মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার এক ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামে মাদক উদ্ধার অভিযানে গেলে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে পরিবারের সদস্যরা ফরিদ শেখ নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুল হাসান আহত হন।

আটক ব্যক্তিরা হলো ফরিদ শেখের দুই ভাই আবুল কালাম আজাদ ওরফে পিনু শেখ (৪৭) ও মিন্টু শেখ (৫৫), ভাবি শেফালী বেগম (৪৩), দুই ননদ নাসিমা বেগম (৩৫) ও শিমু বেগম (২০) এবং ভাতিজি সোহাগী বেগম (২৫)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাজীবাধা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিলসহ ফরিদ শেখকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় পুলিশ ফরিদের হাতে হাতকড়া লাগিয়ে গাড়িতে তোলার চেষ্টা করলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা ফরিদের হাতকড়া খুলে দিতে বাধ্য হন। এ সময় বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয় এসআই ওয়াহিদুল হাসানকে, পরে রাজবাড়ী সদর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মফিজুল ইসলাম বলেন, ‘ফরিদ শেখকে মাদকসহ আটক করার পর তার পরিবারের সদস্যরা আমাদের ওপর হামলা চালায়। এতে এসআই ওয়াহিদুল হাসান আহত হন। হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে, পলাতক ফরিদ ও তার স্ত্রী মুক্তা আক্তারকে ধরতে অভিযান চলছে।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব বলেন, ‘পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ফরিদের পরিবারের ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, ‘ফরিদ শেখ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মাদক মামলা রয়েছে। আজকের অভিযানে তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

সাংবাদিক আবুল মোহাম্মদকে স্বজন-সতীর্থদের অশ্রুসিক্ত বিদায়

ফলোআপ: ধলাই সেতু বালু লুটপাট একদিকে অভিযান শেষ হতেই  অন্যদিকে লুটপাটের মহোৎসব শুরু!

সিলেটে নিজের গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা

সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাজিক গ্রেফতার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত : বিএনপি

নিউইয়র্কে নেতাদের ওপর হামলা, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যর্থতায় ক্ষোভ

সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির  মোটিভেশনাল ওয়ার্কশপ

টাংগুয়ার হাওরে ২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা