মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শিওরখালে রাস্তা ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে ডিআইজি এসএম রোকন উদ্দিন গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ৬ শতক জমি উদ্ধার ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি কানাইঘাটে কাইয়ুম চৌধুরী - খেজুরগাছের বিজয় নিশ্চিত করতে হবে ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক জৈন্তাপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ নিহত আতিকের দাফন সম্পন্ন মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজুল কুলাউড়ায় রাজাপুর সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি
advertisement
সারাদেশ

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভুল চিকিৎসার কারণে হাবিবা নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভুল চিকিৎসা দেওয়ার দায়ে সংশ্লিষ্ট নার্স পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার পর হাসপাতালের ২য় তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি চলতি মাসের ১৭ জানুয়ারি প্রফেসর নুরুল্লাহর অধীনে চিকিৎসার জন্য ভর্তি হয়। নিয়ম অনুযায়ী অপারেশনের আগে ইনজেকশন দেওয়া হয় অপারেশন থিয়েটারে। তবে সিনিয়র স্টাফ নার্স ইয়াসিন নিয়ম অমান্য করে শিশুটিকে ওয়ার্ডেই ইনজেকশন দেন। কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা হাসপাতাল পরিচালক তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।

নিহত শিশুর বাবা কামরুজ্জামান অভিযোগ করেন, আমার সুস্থ-সবল মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছিলাম। আজ সে হাসপাতালের বেডেই মৃত। মেয়ের আঙুল বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে অপারেশন হওয়ার কথা ছিল। শারীরিক কোনো জটিলতা ছিল না। ভুল চিকিৎসার কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ সেহাব উদ্দিন বলেন, নার্সের ভুল ইনজেকশনের কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এটি একটি অপরাধ, কী ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল তা এখনো জানা যায়নি। পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি শিশুটির পরিবারকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

পরিচালক আরও জানান, ঘটনার পরপরই নার্স পালিয়ে গেছে। হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং নার্সকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশুর বাবা থানায় এসে অভিযোগ করেছেন। আমরা তাকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি এবং লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি আইনানুগভাবে সমাধান করা হবে।

এই সম্পর্কিত আরো

শিওরখালে রাস্তা ও হাফিজিয়া মাদ্রাসা নির্মাণ কাজ পরিদর্শনে ডিআইজি এসএম রোকন উদ্দিন

গোয়াইনঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি ৬ শতক জমি উদ্ধার

ইসির অনলাইন ব্যবস্থায় সাংবাদিক কার্ড পেতে চরম ভোগান্তি

কানাইঘাটে কাইয়ুম চৌধুরী খেজুরগাছের বিজয় নিশ্চিত করতে হবে

ভুল ইনজেকশনে শিশুর মৃত্যু, নার্স পলাতক

জৈন্তাপুর সীমান্তে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ নিহত আতিকের দাফন সম্পন্ন

মাইলস্টোনে নয়, সচিবালয়ের ওপর বিমান পড়া দরকার ছিলো: উপদেষ্টা ফাওজুল

কুলাউড়ায় রাজাপুর সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

জীববৈচিত্র্য সংরক্ষণে টাঙ্গুয়ার হাওরে প্রচারপত্র বিলি