শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সারাদেশ

জানা গেল বিচারকপুত্রের মৃত্যুর কারণ

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৬) মৃত্যুর কারণ জানা গেছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের মর্গে তার লাশের ময়নাতদন্ত হয়।

দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, বিচারকের ছেলে তাওসিফের পোস্টমর্টেম সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাওসিফের মৃত্যু ঘটেছে। তবে তার গলা চেপে ধরার কারণে তার মৃত্যু ত্বরান্বিত হয়ে থাকতে পারে।

এদিন তাওসিফের ময়নাতদন্ত করেন রামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন ও একই বিভাগের প্রভাষক ডা. শারমিন সোবহান কাবেরী।

ময়নাতদন্ত শেষে সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন সাংবাদিকদের বলেন, তাওসিফের ডান ঊরু, ডান পা ও বাঁ বাহুতে ধারালো ও চোখা অস্ত্রের আঘাত ছিল। এ তিন জায়গায় রক্তনালি আছে, সেগুলো কেটে গিয়েছিল। এ কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়। শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণও ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

এদিকে, তাওসিফের বাবা বিচারক মো. আব্দুর রহমান সাংবাদিকদের বলেন, আমাদের গ্রামের বাসা জামালপুরে মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দাফন করা হবে।

এই সম্পর্কিত আরো