রাজশাহীতে বাসায় ঢুকে এক বিচারকের ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। তার নাম তাওসিফ রহমান সুমন। আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাহমিনা নাহার। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাওসিফ রহমান সুমনের বাবার নাম মো. আব্দুর রহমান। তিনি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক।
খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আরএমপি কমিশনার মো. আবু সুফিয়ান এবং বিচারক আব্দুর রহমানসহ পুলিশ, র্যাব ও আদালতের বিচারকরা হাসপাতালে যান।
এক পুলিশ কর্মকর্তা বলেন, কমিশনার স্যারও এসেছে। আমরা যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
হাসপাতালে উপস্থিত একজন বিচারক বলেন, ‘এটা অনেক বড় ও ন্যাক্কারজনক ঘটনা। মহানগরের সবচেয়ে বড় অফিসারের পরিবারে এমন ঘটনা ঘটবে, এটা মেনে নেওয়া যায় না।’
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিকেলে ডাবতলার বাসায় প্রবেশ করেন এক যুবক। এরপর বিচারকের ছেলে ও স্ত্রীকে ছুরিকাঘাত করেন তিনি। তখন বাসার কাজের লোক ছুটে গিয়ে ম্যানেজার মাহবুব হোসেনকে বিষয়টি জানালে তিনি ওপরে গিয়ে তিনজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।
আরএমপি কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘হামলাকারীকে আটক করা হয়েছে। তিনিও আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষযে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’