শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন কমিশনের ৮ জন সদস্য পদত্যাগ করেছেন। কর্তৃপক্ষ সরাসরি বিষয়টি নিশ্চিত না করলেও বিএনপিপন্থি শিক্ষকরা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন। এদিকে শাকসু নির্বাচনের দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্রশিবিরের সমর্থিত শিক্ষার্থীরা।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন বলেন, নির্বাচন নিয়ে নানা ইস্যু তৈরি হয়েছে। আমরা উদ্ভূত পরিস্থিতি নিয়ে শঙ্কিত ও বিব্রত। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং সুচিন্তিত সিদ্ধান্ত নেওয়ার বিষয় অবগত করেছি। ইতোমধ্যে নির্বাচন কমিশন থেকে বিএনপিপন্থী ৮ জন শিক্ষক পদত্যাগ করেছেন।
অপরদিকে জামায়াত সমর্থিত শিক্ষকরা সংবাদ সম্মেলন করে নির্বাচনের দাবি জানান। এতে বক্তব্য দেন ডক্টর সাইফুল ইসলাম।
শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র ড. নজরুল ইসলাম সমকালকে জানিয়েছেন, তিনি ৮ জনের পদত্যাগের কথা শুনেছেন। তবে এ বিষয়ে অফিসিয়ালি কিছু তিনি পাননি।
এদিকে শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তুলে আজ সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে শিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান প্যানেল এবং স্বতন্ত্র প্যানেল সাধারণের ঐক্যস্বরের প্রার্থীরা। প্রশাসনিক ভবনের সামনে তার অবস্থান নিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ করেন। ওই সময় ভবনে তারা তালাও লাগিয়ে দেন। এতে আটকা পড়েন উপাচার্যসহ নির্বাচন সংশ্লিষ্টরা। দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন।
এদিকে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রোববার হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। সেই রিটের শুনানি আজ সকালে উচ্চ আদালতে অনুষ্ঠিত হয়েছে। শুনানি শেষে আদালত কি আদেশ দিয়েছেন তা বিকেলের মধ্যে জানা যাবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। আদালতের নির্দেশনার ওপর নির্ভর করবে শাকসু নির্বাচন হবে কিনা। তবে নির্বাচনের দাবি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। ছাত্রদল প্রকাশ্যে আন্দোলনে না থাকলেও অন্যান্য সংগঠন ক্যাম্পাসে অবস্থান করছে।