সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে প্রার্থীদের হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রত্যেক প্রার্থীই ব্যাপক প্রচার-প্রচারণাও করছেন।
নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, জিএস পদে সাতজন প্রার্থীর মধ্যে রয়েছেন ছাত্রদল সমর্থিত ‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ থেকে মারুফ বিল্লাহ, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী মুজাহিদুল ইসলাম, স্বতন্ত্র থেকে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান, সাধারণের ঐক্যস্বর প্যানেল থেকে মো. সাইফুর রহমান (সিফাত), স্বতন্ত্র থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পলাশ বখতিয়ার, স্বতন্ত্র থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন ও স্বতন্ত্র থেকে ইসলামী ছাত্র মজলিশের শাবিপ্রবি শাখার সভাপতি জুনায়েদ আহমদ।
ইতোমধ্যে জিএসপ্রার্থীদের নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জিএস প্রার্থীরাও নিজেদের ইশতেহার প্রকাশ করে দোয়া ও ভোট প্রত্যাশা করছেন। এই সাতজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে সৎ, যোগ্য প্রার্থীকে বেছে নেবেন বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।
প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর মাত্র এক সপ্তাহ পরই ভোটারদের প্রত্যক্ষ ভোটে শাকসুর জিএস কে হতে যাচ্ছেন তা চূড়ান্ত হবে।