চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ১ জানুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৮০ দশমিক ৩১ মিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভ বর্তমানে ২৮ হাজার ৫১৪ দশমিক ৭২ মিলিয়ন ডলার।
এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার এবং আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন ডলার। অর্থাৎ দুই দিনের ব্যবধানে উভয় হিসাবেই রিজার্ভে সামান্য হ্রাস দেখা গেছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম–৬ পদ্ধতিতে গণনা করা রিজার্ভকেই নিট বা প্রকৃত রিজার্ভ হিসেবে বিবেচনা করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিলে এই নিট রিজার্ভের পরিমাণ নির্ধারিত হয়।