মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
অর্থ-বাণিজ্য

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ

বিশ্ব পরিসংখ্যান দিবস আজ। জাতিসংঘের সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর ২০ অক্টোবর তারিখে বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ব পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্যে মানসম্মত পরিসংখ্যান’। এ বিষয়ের মাধ্যমে মূলত মানসম্মত ও যথাযথ পরিসংখ্যান প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিবিএস জাতীয় পর্যায়ে সেমিনার, ক্রোড়পত্র ও স্মরণিকা প্রকাশ এবং র‍্যালি আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করেছে। এ ছাড়া বিবিএসের উদ্যোগে মাঠ পর্যায়ে র‍্যালির আয়োজন এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী, জাতীয় পরিসংখ্যান দিবস ও বিশ্ব পরিসংখ্যান দিবস একীভূত করে এ দিবসটি পালন করা হচ্ছে।

বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস  উদযাপন উপলক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বিবিএসের উদ্যোগে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সার্বিক সহযোগিতায় আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। 

এই সম্পর্কিত আরো