✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
শিল্পসাহিত্য

সুখের দিনে, প্রজেশ রঞ্জন ভট্টাচার্য্য

সুখের দিনে বন্ধু মিলে
পাশে এসে রয়,
কতো হাসি গল্প গুজব
কাছে বসে কয়।

মনে হয় যে এমন আপন
কোথায় গেলে পাই,
তার মতো এক সুজন স্বজন
ভুবন মাঝে নাই।

মিষ্টি মধুর কথা শোনে
হৃদয় ভরে যায়,
এমন প্রিয় বান্ধব সাথে
কতোই মজা পায়।

কারো জন্য সুখ ও দুঃখ
চিরস্থায়ী নয়,
কখন জানি সুখের পরে
দুঃখ হাজির হয়।

এই সময়ে আসল বন্ধু
থাকবে সদা পাশ,
নকল যেজন না ভিড়িয়ে
করবে দূরে বাস।

এই সম্পর্কিত আরো