একই মায়ের গর্ভে জন্ম একই রক্তের ধারা,
ভাই ও বোনের বাঁধন শক্ত হয় না কভু সারা।
মধুমাখা সম্পর্কটা জীবনব্যাপী চলে,
ভাই এর কষ্টে বোনের কষ্ট চোখ ভাসে তার জলে।
হাসি খুশির জোয়ার তুলে কাটে শিশু বেলা,
ছোটবেলা কাটে তাদের করে নানান খেলা।
বড়ো হলে বোন চলে যায় অন্য একটি ঘরে,
বোনকে দেখতে ভাই ছোটে ধায় বোনের খবর তরে।
বোনের ভালোয় ভাই সুখী হয় মুখটি ভরে হাসি,
সেই হাসিতে ঝরে যেন মুক্তা রাশি রাশি।