✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
শিল্পসাহিত্য

জীবন নিয়ে----প্রজেশ রঞ্জন ভট্টাচার্য্য

জীবন নিয়ে এসে ভবে করতে গিয়ে খেলা,
কেমন করে কেটে গেল ক্ষণিকের এ বেলা।

অল্প সময় তার'ই মাঝে আশা নিয়ে চলে,
কতো রকম হিংসা নিন্দায় কেউবা কথা বলে।

জমির মালিক যিনি আছেন চেয়ে দেখেন তিনি,
তাঁর কাছে যে আমরা সবাই সদাই আছি রিনি।

সেসব কথা মনেতে নেই এ জগতে এসে,
সংসার মায়ায় ডুবে গিয়ে কাটাই সময় হেসে।

দুর্বল হলে দেহখানি তখন তাঁরে স্মরি,
সবল থাকতে কখন কি আর তাঁর নামখানি ধরি?

এই সম্পর্কিত আরো