✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
শিল্পসাহিত্য

সবুজের হাসি -জয়নাল আবেদীন জুয়েল

নীল আকাশের হাসিটাও নীল
সবুজ হাসিটা কার?
যে বাঁশির সুরে এত মুগ্ধতা!
বলো না বাঁশিটা কার?

শিমুল তুলার মেঘগুলো হাসে
হায়! কি দুধেল হাসি,
বাতাসে ছড়ানো হাস্নাহেনারা
বুকেতে বাজায় বাঁশি। 

বুড়ো পাতা দোলে -সাথে কচি পাতা
লতায় লতায় প্রেম,
মানুষের বুকে প্রেম নেই আজ
তাই এত প্রবলেম। 

মানুষ এখন ঘৃণা-সরোবরে
দানবের বেশে সাঁতরায়,
হাসে প্রকৃতি, হাসে চাঁদ-তারা
মানবতা শুধু কাতরায়। 

মানুষ এখন হাসতে জানেনা
হিংস্রতা চোখে-মুখে,
মানুষ এখন কাঁদতে ভুলেছে
প্রিয় মানুষের দুখে।

এই সম্পর্কিত আরো