সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বার্তায় সাবেক মেয়র নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সিলেট জেলা প্রেসক্লাব আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্লাবটির সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, সহসাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর, সদস্য সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ, তুহিন আহমদ, রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) বিজয়ী হয়েছে।