সিলেটের কোম্পানীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় লিজবহির্ভূত বালু উত্তোলন বন্ধ, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধ এবং হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে সভায় সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আবু সালেহ মো. জাকারিয়া, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুগান্তর প্রতিনিধি মোঃ সোহরাব আহমদ, প্রেসক্লাবের কার্য্যনির্বাহী সদস্য ইনকিলাব প্রতিনিধি লিটন মাহমুদ খান, কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাস, ইছাকলস ইউপির চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, পূর্ব ইসলামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী আকবর, বিজিবির কালাসাদেক বিওপির কমান্ডার মো. হযরত আলী, প্রমূখ।