বিয়ানীবাজার পৌরশহরে অবৈধ সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল আগামী ১ অক্টোবর থেকে বন্ধ থাকবে। বুধবার সন্ধ্যায় অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মুস্তফা মুন্না এ ঘোষণা দেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা পৌরশহরের বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসময় বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফ উজ্জামান সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও আরও জানান, ১ অক্টোবরের পর অবৈধভাবে এসব যানবাহন সড়কে পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।