বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে চেয়ার প্রদান

সিলেটের বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনের জন্য ১৫টি চেয়ার প্রদান করেছে গহরপুর ছাত্রকল্যাণ পরিষদ।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রবাসীদের সহযোগিতায় শিক্ষকদের বসার সুবিধার্থে সংগঠনটির পক্ষ থেকে এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে চেয়ারগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। 


অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেব দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি আ. ফ. ম. শামীম।


গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টাদের মধ্যে বক্তব্য প্রদান করেন- জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, দেওয়ান আব্দুর রহিম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, প্রভাষক জাকারিয়া টিপু ও ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম।


অনুষ্ঠান পরিচালনা করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন ও প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ। 


এ সময় শিক্ষক, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষা উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাঁরা সংগঠনটির কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।


সবশেষে বিশেষ মোনাজাত ও সভাপতির  সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এই সম্পর্কিত আরো