সিলেট জেলার ওসমানীনগরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এক বিশেষ অভিযান চালিয়ে সাত লাখ টাকা মূল্যের ১ হাজার ৪শ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ওসমানীনগর থানার গোয়ালাবাজার করনসী রোডের ‘রাহমান অ্যাপার্টমেন্ট’ নামক একটি বহুতল ভবনে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মাসুক মিয়ার ছেলে মো. মুরাদ আলী (৩৯), বালাগঞ্জ উপজেলার বেয়ালজুড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের দবির আহমদের ছেলে আদিল আহমদ নাঈম (৩৩) এবং গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মৌচাক গ্রামের মৃত আতিকুল হকের ছেলে ইমরান হোসেন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী উপ-পরিদর্শক মো. রুহুল আমিনের নেতৃত্বে একটি বিশেষ রেইডিং টিম অভিযানটি পরিচালনা করে। অভিযানের সময় টিমটি রাহমান অ্যাপার্টমেন্টের ৪র্থ তলার একটি ভাড়া ফ্ল্যাট ঘিরে ফেলে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ফ্ল্যাটটি তল্লাশি করে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে ৭টি কালো পলিপ্যাকে প্যাকেটজাত অবস্থায় ১ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লক্ষ টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ১ লক্ষ ১৯ হাজার টাকা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।