হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত সংলগ্ন সোনাইছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. জাহিদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি ও পুলিশ। এসময় বালুবোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজেন্দ্রপুর বিওপির টহল দল, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এবং থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে আটক জাহিদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিজিবি জানায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। জনস্বার্থ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে