বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে যৌথ অভিযান

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত সংলগ্ন সোনাইছড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় মো. জাহিদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি ও পুলিশ। এসময় বালুবোঝাই দুটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজেন্দ্রপুর বিওপির টহল দল, মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম এবং থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে আটক জাহিদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিজিবি জানায়, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি ও সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে। জনস্বার্থ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে

এই সম্পর্কিত আরো