বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

মাওলানা মুশতাক হত্যা মামলায় দ্রুত বিচার দাবিতে সুনামগঞ্জে জমিয়তের বিক্ষোভ

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সদর উপজেলা শাখার উদ্যোগে শহিদ মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরীর খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামতলা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ট্রাফিক পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ নাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা রমজান হুসাইন। বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। তারা বলেন, মাওলানা মুশতাকের খুনিদের পরিচয় দেশবাসীর সামনে প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আনওয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী।

এছাড়া বক্তব্য রাখেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ নুর হুসাইন, জেলা অর্থ সম্পাদক নাজমুল ইসলাম জাহিদ, শান্তিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, জেলা যুব জমিয়ত সভাপতি হাফিজ ত্বহা হুসাইন, জামালগঞ্জের নেতা মাওলানা আলতাফ হুসাইন, মাওলানা আবদুল বারী, মাওলানা ফয়জুন্নুর ফয়েজ, মুফতি আব্দুল মালিক ত্বহা, হাফিজ আবু সাঈদ এবং মাওলানা মঞ্জুর আহমদ প্রমুখ।

বক্তারা ঘোষণা দেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এই সম্পর্কিত আরো