স্বজন ও সতীর্থদের কাঁদিয়ে নশ্বর পৃথিবী ছেড়ে না ফেরার দেশে দৈনিক শ্যামল সিলেট’র প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ)।
সোমবার দুপুর সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর সুবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার দিনগত রাত ১০টার দিকে নগরীর মাছিমপুর জামে মসজিদে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাছিমপুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম। জানাযা শেষে মাছিমপুর পঞ্চায়েতি কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের প্রতিষ্ঠাকালীন সম্পাদক চৌধুরী মমতাজ, দৈনিক শ্যামল সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী ঐক্যজোটের নেতা রমিজ উদ্দিন, সাবেক কাউন্সিলর আবদুর রকিব তুহিন, সাবেক কাউন্সিলর সুহেল আহমদ রিপন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সাবেক কাউন্সিলর ফারুক আহমদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নাজমুল কবীর পাভেল, জৈষ্ঠ্য ফটোসাংবাদিক আতাউর রহমান আতা, দৈনিক একাত্তরের কথা’র নির্বাহী সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রূপালী বাংলাদেশ’র ব্যুরো প্রধান সালমান ফরিদ, দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (এমজাস) এর আহবায়ক মাসুদ আহমদ রনি, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট প্রেসক্লাবের সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, শ্যামল সিলেটের প্রধান আলোকচিত্রী মাহমুদ হোসেন, সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন নয়ন, কম্পিউটার ইনচার্জ মিলন তালুকদার, শ্যামল সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক ও বাংলাভিশনের সিলেট’র ক্যামেরাপার্সন আজমল আলী, পত্রিকার ফটো সাংবাদিক ও চ্যানেল এস’র ক্যামেরাপার্সন রেজা রুবেল, স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু, তাইনুল ইসলাম আসলাম ও এহিয়া আহমদ, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহীন আহমদ, মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার মিদুল ও সাঈদ আল মাহদী, শ্যামল সিলেটের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক শাব্বির আহমদ ফয়েজ, সাবেক বিজ্ঞাপন ব্যবস্থাপক তাহুর আহমদ শিব্বির, দৈনিক আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার রুমান আহমদ, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার আজমল আহমদ রুমন, আসনাত উদ্দিন জাহিন, আবু বকর সিদ্দিকী, সুমন আহমদ, শুভ প্রতিদিনের ফটো সাংবাদিক শেখ আব্দুল মজিদ, এটিএন বাংলা ইউকে’র সিলেট প্রতিনিধি এসএম সুজন, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, আধুনিক কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার সবুজ আহমদ, শ্যামল সিলেটের সাবেক কম্পিউটার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক অপারেটর আতাউর রহমান ভঙ্গি, প্রিন্টিং ব্যবসায়ী বাবর হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, সিলেট প্রেসক্লাবের সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার হিলাল উদ্দিন শিপু, নতুন সিলেটে স্টাফ রিপোর্টার শফিউল আলম, একুশে নেট’র শাহীন আহমদ প্রমুখ।
এদিকে, সাংবাদিক আবুল মোহাম্মদের মৃত্যুর খবর শুনে নগরের মাছিমপুরস্থ তাঁর নিজ বাসভবনে ছুটে যান সতীর্থ সহকর্মী সাংবাদিকগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। এসময় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিন বিকাল সাড়ে ৪টায় সাংবাদিক আবুল মোহাম্মদের মরদেহ সিলেট জেলা প্রেসক্লাব এর সামনে এবং বিকাল সাড়ে ৫টায় তাঁর দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক শ্যামল সিলেট কার্যালয়ের সামনে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের জন্য নেওয়া হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সামনে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন ও সাবেক সভাপতি আল আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, ক্লাবের সিনিয়র সদস্য, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন। এছাড়া শ্যামল সিলেট কার্যালয়ের সামনে স্মৃতিচারণ করে বক্তব্য দেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
এরআগে ক্লাব কার্যালয়ের সামনে ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দৈনিক শ্যামল সিলেট’র ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খসরু, সমকালের সাবেক প্রতিদিনের বাংলাদেশের ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়ছল আহমদ বাবলু, দৈনিক উত্তরপূর্ব’র ভারপ্রাপ্ত সম্পাদক ফখরুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ রাজেশ (মাইস্লাম রাজেশ), বাংলাভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার দীপু সিদ্দিকী, চ্যানেল আইয়ের সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান সাকি, আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্তী, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং জাগো নিউজের সিলেট প্রতিনিধি আহমেদ জামিল, ক্লাবের কার্যনির্বাহী সদস্য প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ,
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (এমজাস) এর যুগ্ম আহবায়ক মামুন হোসেন, দৈনিক একাত্তরের কথা’র বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও ফটোসাংবাদিক রঞ্জিত সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও রূপালী বাংলাদেশ’র ব্যুরো প্রধান সালমান ফরিদ, দৈনিক আজকের পত্রিকার ব্যুরো প্রধান ইয়াহইয়া মারুফ, জেলা প্রেসক্লাবের সদস্য এমদাদুল ইসলাম সোহাগ, রায়হান উদ্দিন নয়ন, নিউজ মিরর’র সম্পাদক সৈয়দ বাপ্পী, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মিঠু দাস জয়, মাইটিভির ক্যামেরাপার্সন শাহীন আহমদ, দৈনিক ইনকিলাবের ফটো সাংবাদিক আনোয়ার হোসেন, সিলেট ভিউর স্টাফ রিপোর্টার সুব্রত রায়, দৈনিক শ্যামল সিলেটের সুমন আহমদ, যুগভেরীর সিনিয়র রিপোর্টার এম এ মালেক, নাগরিক টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার শোয়েব উদ্দিন, দিপ্ত বৈষ্ণব, মাল্টিমিডিয়া রিপোর্টার শিপন চন্দ, ফটোসাংবাদিক তারেক চৌধুরী রাহেল, যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন শাহীন আহমদ, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপার্সন তারেক আহমদ সানী, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ, দৈনিক একাত্তরের কথা’র মাল্টিমিডিয়া রিপোর্টার সবুজ আহমদ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপার্সন সাকিব আহমদ প্রমুখ।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী।
উল্লেখ্য, সাংবাদিক আবুল মোহাম্মদ দৈনিক শ্যামল সিলেট’র যাত্রালগ্ন থেকে আমৃত্যু কর্মরত ছিলেন।