সুনামগঞ্জের জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে ইমার্জেন্সি রেসপন্স টিমের করণীয় বিষয়ে এক মোটিভেশনাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) জামালগঞ্জে আয়োজিত ওয়ার্কশপে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার দিপ্র রায় দিপ্ত"র সঞ্চালনায় এসময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আম্বিয়া আহমেদ,উপজেলা কৃষি অফিসার সুমন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সাঈদ, জামালগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ, উত্তম কুমার সরকার, ব্রাকের শাখা হিসাব কর্মকর্তা হুমায়ুন কবীর, দাবি এরিয়া ম্যানেজার মামুনুর রহমান, শাখা ব্যবস্থাপক বাবুল দাস ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও ব্র্যাকের কর্মকর্তা ও তিন ইউপির স্বেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি স্বাস্থ্যসেবা প্রদান ও কমিউনিটি পর্যায়ে ইমার্জেন্সি রেসপন্স টিমকে সক্রিয় রাখার নানা কৌশল তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে জামালগঞ্জ উপজেলায় দুর্যোগকালীন সময়ে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।