মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাজিক গ্রেফতার সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত : বিএনপি নিউইয়র্কে নেতাদের ওপর হামলা, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যর্থতায় ক্ষোভ সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির  মোটিভেশনাল ওয়ার্কশপ টাংগুয়ার হাওরে ২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা সড়কে পুলিশের অভিযান: আজ সকালে আরও ৬৬ গাড়ি আটক, ১৮ মামলা শাপলা পাচ্ছে না এনসিপি আখতারকে ‘ডিম ছোড়া’ সিলেটের যুবলীগ নেতা মিজান সম্পর্কে যা জানা গেলো
advertisement
সিলেট বিভাগ

হকারদের সড়ক ছাড়তেই হবে, আবারও কঠোর বার্তা জেলা প্রশাসকের

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, রাস্তায় হকার বসার কোন সুযোগ নেই। রাস্তা দখল করে, যানজট তৈরি করে ব্যবসা করার কোন সুযোগ আইনত নেই। এটা এই শহরের একটা বড় সমস্যা।
হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা নিয়েছি।

মঙ্গলবার দুপুরে হকারদের পুণবার্সনের জন্য নগরের লালদিঘিরপাড় মাঠ প্রস্তুতের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমনটি বলেন।

এরআগেও হকারদের পুণর্বাসনের উদ্যোগ নিয়ে সফল না হওয়া বিষয়ক এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, হকারদের জন্য যে জায়গা তৈরি করেছি এটা তাদের জন্য একটি বোনাস। সিটি করপোরেশনের এই জায়গা আছে বলেই আমরা তাদের দিতে পারছি, এই জায়গা না থাকলেও হকারদের সড়ক ছাড়তে হতো। ফলে রাস্তায় ব্যবসা করার কোন সুযোগ নেই। এখানে না আসলেও রাস্তা ছাড়তে হবে।

তিনি বলেন, আজকে আমরা দেখতে এসেছি এই কাজ কতদূর এগোলো। আমরা ধারণা, কাজ শেষ হতে আরও ১০ থেকে ১২ দিন লাগবে। কাজ পুরোপুরি শেষ হলে একটা দিন নির্ধারণ করে এই সময়ের মধ্যে সড়ক ছেড়ে চলে যেতে বলবো। এরপর না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হকারদের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে আধা ঘন্টা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এটা এই নগরের একটা বড় সমস্যা। সুতরাং কোনভাবেই আমরা সড়কে হকার এলাউ করবো না।

হকারদের বিভিন্ন দাবি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, এখানে আন্দোলন করার, দাবি জানানোর কোন সুযোগ নেই। এখানে যে তারা জায়গা পাচ্ছে সেটা তাদের জন্য বোনাস। এখানে তারা ব্যবসা করবে বিনা পয়সায়, কোন জামানত ছাড়া। তাই এখানে বিল্ডিং করে দিতে হবে, এটা-ওটা করে দিবে- হকারদের এরকম কোন দাবি জানানোর সুযোগ নেই।

তিনি বলেন, তারপরও তারা যাতে বেকার না হয়ে যায় তাই আমরা এ বিকল্প ব্যবস্থা করছি। আমরা চেষ্টা করতেছি এখানে যাতে মানুষজন আসে, ক্রেতারা আসা সেই ব্যবস্থা করে দিতে, তাই এখানে একটা রাস্তার জায়গায় তিনটা আস্তা করে দিচ্ছি।

পরিদর্শনকালে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

সিলেট মহানগর ছাত্রলীগের নেতা রাজিক গ্রেফতার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজের ইন্তেকাল

ভারতীয় গণমাধ্যমে মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত : বিএনপি

নিউইয়র্কে নেতাদের ওপর হামলা, যুক্তরাষ্ট্র বিএনপির ব্যর্থতায় ক্ষোভ

সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান সৌদির

জামালগঞ্জে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচির  মোটিভেশনাল ওয়ার্কশপ

টাংগুয়ার হাওরে ২৫ জেলে আটক, দেড় লাখ টাকা জরিমানা

সড়কে পুলিশের অভিযান: আজ সকালে আরও ৬৬ গাড়ি আটক, ১৮ মামলা

শাপলা পাচ্ছে না এনসিপি

আখতারকে ‘ডিম ছোড়া’ সিলেটের যুবলীগ নেতা মিজান সম্পর্কে যা জানা গেলো