দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
সোমবার দুপুরে ক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক কবির আহমদ এবং কার্যনির্বাহী কমিটির সকল সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। একই সাথে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, আবুল হোসেন (আবুল মোহাম্মদ) ছিলেন সিলেটের সাংবাদিকতার জগতে একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত গুণী ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিক সমাজে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।