দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রধান বার্তা সম্পাদক এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক সবুজ সিলেট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক শোক বিবৃতিতে মুজিবুর রহমান বলেন, "মোহাম্মদ আবুল হোসেন (আবুল মোহাম্মদ) তাঁর দীর্ঘ কর্মজীবনে ছিলেন একজন অত্যন্ত নিষ্ঠাবান ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তাঁর ক্ষুরধার লেখনীর মাধ্যমে তিনি পাঠকের মন জয় করেছেন এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সাংবাদিকতায় তাঁর পেশাগত জীবনের অবদান কখনোই ভোলার নয়।"
তিনি আরও বলেন, "এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে সিলেটের সাংবাদিকতা জগতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।"
সবুজ সিলেট সম্পাদক প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।