বড়লেখার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এবং হয়রানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাঁর পরিবার। সোমবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাইদুর রহমানের চাচাতো ভাই নুরুল ইসলাম রাফিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে ১১টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জামিনে মুক্তি পেলেও নতুন করে আবারও মিথ্যা মামলায় তাঁকে জড়ানো হচ্ছে।...
সংবাদ সম্মেলনে সাইদুর রহমানের স্ত্রী রৌশন আরা বেগম অভিযোগ করেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা রং নাম্বার ব্যবহার করে একাধিকবার ফোনে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেছে।...
বর্তমানে পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। তাঁদের ১৪ বছর বয়সী পুত্রও ভয় ও উৎকণ্ঠার কথা জানিয়ে বলেন, বারবার হুমকির কারণে সে এখন নিয়মিত স্কুলে যেতে সাহস পাচ্ছে না।....
এদিকে পরিবার অবিলম্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে।