নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিয়নপির ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে বলে জানিয়েছে যুবলদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান সরকার।
রবিবার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়ন এর নূরপুর ও দুর্লভপুর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে তিনি এ আহবান জানান।
মাহবুবুর রহমান সরকার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সকল নেতাকর্মীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। নির্বাচনে ভোটারদের মন জয় করতে ওয়ার্ড ভিত্তিক টিম করে ৩১ দফার দাওয়াত গ্রামেগঞ্জে পৌঁছে দিতে হবে। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলে মিলে কাজ করতে হবে।
দলীয় নেতাকর্মীদের ওইক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ৫ আগষ্টের পর থেকে বার বার বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা আমাদের সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করতে হবে। আমরা সুসংগঠিত থাকলে কোন ষড়যন্ত্র কাজে আসবেনা।
তিনি আরও বলেন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন চাইবো। বিএনপি আমাকে মনোনয়ন দিলে আপনাদের সকলকে নিয়ে সুনামগঞ্জ ১ আসনটি দলকে উপহার দেব। বিএনপি পরিবারের সন্তান হিসেবে আপনাদের সকলের দোয়া ও ভালবাসা চাই।
এসময় বেহেলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলম আখুঞ্জি, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, এমদাদুর রহমান হিরন, মঈনুল হোসেন শিশির, সদস্য আতিকুর রহমান, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, ফেনারবাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলী মর্তুজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহবায়ক রহিম বাদশা, সাইদিল মুরছালিন, উত্তর ইউনিয়নের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।