বিয়ানীবাজারের বিভিন্ন গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও মাল্টিমিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় রয়েল স্পাইস রেস্টুরেন্টে বিয়ানীবাজার প্রেস ক্লাবের আয়োজনে শুরু হওয়া এ কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অতিথিরা অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন দৈনিক যুগান্তরের ব্যুরো চিফ সংগ্রাম সিংহ, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার আহমদ এবং এখন টিভি সিলেটের ব্যুরো চিফ গুলজার আহমদ। তাঁরা সংবাদ উপস্থাপনায় নীতি-নৈতিকতা, তথ্য যাচাই ও পেশাগত দায়িত্বশীলতা বিষয়ে দিকনির্দেশনা দেন।
বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী এডভোকেট জাহিদ উদ্দিন।
কর্মশালাটি সফল করতে সহ-আয়োজক হিসেবে সহযোগিতা করেছে বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটি ও বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন।