বিশ্ববিদ্যালয় জীবনের ব্যস্ততা, গবেষণার পরিশ্রম আর অ্যাকাডেমিক উৎকর্ষের দীর্ঘ সাধনা- এসবের সমন্বয়েই সাফল্যের এক অনন্য স্বীকৃতি অর্জন করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) গণিত বিভাগের অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
সম্প্রতি বিশ্বের নামকরা প্রকাশনা সংস্থা এলসেভিয়ার এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তিনি। এ স্বীকৃতি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং সুবিপ্রবি তথা বাংলাদেশের জন্যও এক গৌরবের বিষয়।
অধ্যাপক ড. হারুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে গণিত বিষয়ক গবেষণায় নিয়োজিত। বিশেষ করে তিনি সূক্ষ্ম তরঙ্গ সৃষ্টি, তরঙ্গের বিশৃঙ্খলা কমিয়ে তরঙ্গ শক্তিকে যোগাযোগ মাধ্যমে ব্যবহারের উপযোগী করে তোলার বিষয়ে গবেষণা করেছেন। গণিতের জটিল এ খাতের গবেষণা বিশ্বব্যাপী বিজ্ঞান অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তিনি গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে যাচ্ছেন। গবেষণার প্রতি তাঁর অঙ্গীকার এবং শিক্ষার প্রতি আন্তরিকতাই তাঁকে এই পর্যায়ে নিয়ে এসেছে।
নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এলসেভিয়ার এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকায় আমি স্থান পেয়েছি। এই স্বীকৃতি আমার গবেষণা এবং অ্যাকাডেমিক উৎকর্ষতার যাত্রা অব্যাহত রাখার জন্য একটি সম্মান এবং প্রেরণার উৎস।”
তিনি আরও জানান, এ অর্জনের পেছনে তাঁর সহকর্মী, শিক্ষার্থী এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান অনস্বীকার্য। তাই তাঁদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি সুবিপ্রবির গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এর আগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। আন্তর্জাতিক মানের এই স্বীকৃতি সুবিপ্রবি তথা বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে নতুন মাত্রা যোগ করল।