বহুল প্রতীক্ষিত সুনামগঞ্জের দিরাই বাজার মহাজন সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিরাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ৭৬৭ ভোটারের মধ্যে ৭২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ভোটের হার দাঁড়ায় প্রায় ৯৫ শতাংশ। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই পাঁচটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৫ প্রার্থী।
ফলাফলে দেখা যায়, সভাপতি পদে মো. নূরুল হক (আনারস প্রতীক) ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আশরাফ আলী (ছাতা প্রতীক) পান ২৮৩ ভোট, আরেক প্রার্থী মো. রাসেল চৌধুরী (মোটরসাইকেল প্রতীক) পান ১২২ ভোট।
সহ-সভাপতি পদে জয় ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী হান্নান অর রশিদ (কলস প্রতীক) বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৪৯৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম (হারিকেন) পান ৮৫ ভোট এবং মনোরঞ্জন চক্রবর্তী (টেলিভিশন) পান ১৩৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আল-মাসুদ (ফ্যান প্রতীক) ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বী মো. ছদরুল আমিন বাদশা (চশমা) পান ২৫৬ ভোট এবং ফিরোজ মিয়া (ফুটবল) পান ১৯৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. জুলহাস আহমদ (মোরগ প্রতীক) ৩১৩ ভোট পেয়ে বিজয়ী হন। অনন্ত স্টুডিওর লিটন তালুকদার লিটু (মোবাইল) পান ১৬৫ ভোট এবং রঞ্জিত বৈষ্ণব (বাঘ প্রতীক) পান ২৩৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে শায়ান ডিপার্টমেন্টাল স্টোরের জিয়াউর রহমান জিয়া (হাঁস প্রতীক) ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী জুয়েল চন্দ্র সরকার (বালতি) পান ২০২ ভোট এবং ডা. লিটন রায় (টিউবওয়েল প্রতীক) পান ১৬৮ ভোট।
নির্বাচন পরিচালনায় সমিতির আহ্বায়ক হাজী মো. নূর মিয়া এবং কমিটির সদস্য মাজু মিয়া সর্দার, সিজিল মিয়া, মশাহিদ মিয়া, মুখতার হোসেন চৌধুরী, ভুট্টো মিয়া উপস্থিত ছিলেন।
দিরাই থানা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীব সরকার, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
প্রসঙ্গত, তিন বছর মেয়াদি দিরাই বাজার মহাজন সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি। এবারের নির্বাচনও উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।