জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, এ জন্য পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারাদারের ভূমিকা পালন করবে। দলের মনোনয়ন প্রত্যাশী কিংবা নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন নিয়ে মন্ডপ পরিদর্শনে যেতে পারবেনা। পাঁয়ে হেটে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা জানানোর আহবান জানান তিনি।
শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের একটি হোটেলে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, দুর্গাপূজা হলো হিন্দু ধর্মাবলম্বীদের বড় একটি ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পায়তারা করতে পারে। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নাশকতা ঘটাতে পারে। এসব অপচেষ্টা রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা পূজামণ্ডপে পাহারাদারের ভূমিকা পালন করবে। বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষায় জেলায় ১৫ জনের সিনিয়র নেতৃবৃন্দের নেতৃত্বে টিম থাকবে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, মাসুক আলম, রেজাউল হকসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।